অবতক খবর,৫ জুন: মঙ্গলবার বের হয়েছে লোকসভা নির্বাচনের ফল। আর সেই ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। আর তৃণমূলের জয়ের সাথেই ব্যারাকপুরে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা।
ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীদের তান্ডবের জেরে যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপাড়া পৌর এলাকায়।

প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙ্গুল ।ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাতভর চলে বোমাবাজি ও বাড়ি ভাঙচুরের ঘটনা।

অভিযোগ ভাটপাড়া পুরানি তালাব এলাকার বাসিন্দা সালেহা বিবির বাড়িতে পরপর চারটি বোমা ফেলার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে জগদ্দলের সার্কাস লাইনে এলাকায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থককে মারধর করার ছবিও সামনে এসেছে।

নানা এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার ঘটনার খবর পেয়ে আজ বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে যান প্রাক্তন সংসদ অর্জুন সিং।

তিনি বলেন, ব্যারাকপুরে এবার গুন্ডারাজ শুরু হবে।দিকে দিকে ভোট পরবর্তী হিংসার শুরু হয়ে গেছে। ব্যারাকপুরের মানুষ এবার বুঝে গেছে গুন্ডাদের সাথেই তাদের থাকতে হবে।