উজবুকের প্রলাপ
তমাল সাহা

শালা, তোর বাপের কি আসে যায়?
এপারে আমরা সংখ্যাগুরু দাপট দেখাবো অযোধ্যায় মথুরায়!
ওপারে তোরা সংখ্যাগুরু
মস্তানি দেখাবি ঢাকায় কুমিল্লায়!

আমাদের জিদ
মারবো মুসলমান ভাঙবো মসজিদ
তোরা জিহাদিবীর
তোরা মারবি হিন্দু ভাঙবি মন্দির!

হিসাবে সমান সমান
রাস্তায় রক্তপাত খুন
আমরা বলি শব তোরা বলিস লাশ
আমরা বলি প্রাণ তোরা বলিস জান

মানুষ মরে মরুক ফার্স্ট ক্লাস!