অবতক খবর,৫ মার্চ,মন্তেশ্বর,৫ মার্চ: ৩রা মার্চ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আজ ইংরেজি পরীক্ষা ছিলো। তবে, পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী, তায়রা খাতুন, কিছু অন্যরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি রোষখাওয়া হাই স্কুলের পরীক্ষার্থী, কিন্তু কাল রাত থেকেই জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। এমন পরিস্থিতিতেও পরীক্ষায় অংশ নিতে তাঁর মনোবল একেবারে দৃঢ় ছিল।

অসুস্থ অবস্থায় আজ সকালে তায়রা খাতুন রসখাওয়া হাসপাতালে ভর্তি হন। কিন্তু তিনি মনের দৃঢ়তার সঙ্গে হাসপাতালে বসেই ইংরেজি পরীক্ষা দেন। তাঁর এই সাহসিকতা এবং মনোবল অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তায়রা খাতুনের অভিভাবকরা জানান, গতকাল থেকেই তায়রা অসুস্থ তবুও তিনি আজ পরীক্ষা দিচ্ছেন।

এমন উদ্যোগ প্রশংসনীয় এবং তায়রা খাতুনের এই অধ্যাবসায় শিক্ষার্থী সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।