অবতক খবর,৫ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ৩রা মার্চ। আর এই পরীক্ষা শুরু হওয়া প্রথম থেকেই ছাত্র-ছাত্রীদের পাশে থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এর উদ্যোগে সব রকম সহযোগিতা করে চলেছে মন্তেশ্বরের বাঘাসন অঞ্চলের গ্রাম পঞ্চায়েত ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তথা ইংরেজি পরীক্ষার দিনে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল, একটি পেন, একটি জলের বোতল, একটি করে খাবার প্যাকেট ইত্যাদি তুলে দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানান বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দাঁ সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
উপস্থিত ছিলেন বাঘাসন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক, উপপ্রধান সব্যসাচী দাঁ ও গ্রাম পঞ্চায়েতে সকল সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায়। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের সবকিছু পরীক্ষা নির্দেশ দিয়ে মেটাল দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করে নিচ্ছেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র সহ শিক্ষক-শিক্ষিকা।
বাঘাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দাঁ এই প্রসঙ্গে বলেন আজকের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আমাদের রাজ্য তথা দেশের ভবিষ্যৎ। এদের হাত ধরেই আমাদের রাজ্য ও দেশ এগিয়ে যাবে। আমাদের সমাজ ও সভ্যতা আরো উন্নত হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই তরুণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সব রকম সহযোগিতা করে চলছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নানান ভাবে এগিয়ে যেতে সাহায্য করছেন।
শিক্ষাঙ্গনের পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী।তাই ছাত্র-ছাত্রীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা ও অনুপ্রাণিত করা অত্যন্ত জরুরী বলেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপপ্রধান সব্যসাচী দাঁ। এই উদ্যোগে খুশি উচ্চ মাধ্যমিকে আজকের পরীক্ষার্থীরা।