অবতক খবর,২ মার্চ :  ডিজিটাল পড়াশুনার জন্য তৃণমূল সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ শ্রেণী থেকেই ছাত্রছাত্রীদের ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবছর রেজিস্ট্রেশনের পর ৫৫ হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। এত সংখ্যক পড়ুয়ার ড্রপ আউট নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

শনিবার হালিশহর দক্ষিণ প্রসাদ নগরে প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে অর্জুন সিং দাবি করলেন, ফলস রেজিস্ট্রেশন করিয়ে ট্যাবের টাকা আত্মসাৎ করা হয়েছে। কারন, ৫৫ হাজার পড়ুয়ার ড্রপ আউটের বিষয় মেনে নেওয়া যায় না। এর তদন্ত হওয়া প্রয়োজন। তিনি এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন।

যাতে আদালতের দ্বারস্থ হয়ে এই বিষয়ে তদন্ত করা যায়। তাঁর কটাক্ষ, মিথ্যাশ্রী প্রকল্প চালু করা দরকার আছে। সেই প্রকল্পে প্রতি বছর মমতা ব্যানার্জিকে পুরস্কার দেওয়া উচিত। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, সন্তোষ রায়, বিপ্লব ঘোষ, রাজ বিশ্বাস প্রমুখ।