অবতক খবর,১৫ ফেব্রুয়ারী : গতকাল কোর্টের কাজকর্ম সেরে বিশ্বজিৎ সাহা জিয়াগঞ্জ নিবাসী লালবাগ ফৌজদারি কোর্টের উকিলবাবু বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে নবাব বাহাদুর স্কুলের সামনে এক টোটো এসে সজরে ধাক্কা মারে তাকে। তিনি মাটিতে পড়ে যান এবং আহত হন। পরবর্তীকালে তিনি কোনরকমে মাটি থেকে উঠে টোটো চালককে সংযতভাবে টোটো চালাতে বলায় টোটোওয়ালা তার উপর চড়াও হয়।

টোটো চালক ফোন করেন তার সঙ্গীদের। টোটো চালকের সঙ্গীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সকলে তাকে মারধর করে। ফলে গুরুতর আহত হন বিশ্বজিৎ সাহা এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাকে দেখে ছুটে আসে এলাকার মানুষ। আক্রান্ত উকিলকে উদ্ধার করে এবং খবর দেওয়া হয় স্থানীয় উকিল বাবুদের।

তারা ছুটে আসেন এবং লালবাগ মহাকুমা হসপিটালে ভর্তি করানো হয়, তিনি এখনো চিকিৎসারত। লালবাগ মহকুমা হসপিটালে সহকর্মীকে দেখতে এসেছিলেন শওকত আলী, পুলক মুখার্জি ,সুকান্ত সরকার ও অন্যান্য উকিল বাবুরা, সেখানেও চড়াও হয় অভিযুক্তদের তরফ থেকে একদল মানুষ এবং ধস্তাধস্তির ফলে আহত হন তারা।

এখান প্রশ্ন হচ্ছে, হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অন্যদিকে টোটো চালক ও তার দলবল মদ্যপ অবস্থায় ছিল বলে উকিল বাবুদের তরফ থেকে জানানো হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে লালবাগ কোর্টে দীর্ঘক্ষণ অচলাবস্থা বজায় ছিল। পরে শ্যামা সুন্দরী বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখা হয় এবং কোর্টের কাজকর্ম সচল হয়। শ্যামা সুন্দরী বার এসোসিয়েশনের পক্ষ বিনোদ খান গতকাল রাত্রে মুর্শিদাবাদ থানায় এফআইআর দায়ের করেন। অভিযুক্তদের মধ্য থেকে বিপ্লব বিশ্বাস ও শিবচরন মন্ডলকে পুলিশ আটক করে রাত্রে ,আজ অভিযুক্তদের কোর্টে তোলা হয়েছে, বাকি অভিযুক্তদের তল্লাশি চলছে।