অবতক খবর,২৬ সেপ্টেম্বর,নববারাকপুর : মঙ্গলবার সকালে সমাজসংস্কারক শিক্ষাবিদ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর পুরসভা।পুরসভার ২নং ওয়ার্ড কমিটির উদ্যোগে বিদ্যাসাগর রোড এবং হরিপদ বিশ্বাস রোডের সংযোগস্হলে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্যারাকপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দত্ত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. দিব্যেন্দু ভট্টাচার্য,পুরসভার বড় বাবু সজল নন্দী মজুমদার, প্রাক্তন পুর প্রতিনিধি পূর্ণিমা রায়, শিক্ষাবিদ প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষক শংকর প্রসাদ সিনহা, পুরসভার ২নং ওয়ার্ড কমিটির সম্পাদক দেবজ্যোতি রায়, সভাপতি শঙ্খ মুখোপাধ্যায়, সহ পুরসভার ১ও ২নং ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।পুরসভার ২নং ওয়ার্ড কমিটির সম্পাদক দেবজ্যোতি রায় বলেন প্রতি বছরের মতো এবছর ও শিক্ষাবিদ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিন যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হয় তার মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলাকার বিশিষ্ট শিক্ষক প্রধান শিক্ষক অধ্যাপক সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।মহান মনীষির জন্মদিনে শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম।তার চিন্তাধারা আগামী প্রজন্মের কাছে বেশি করে পৌছে দিতে পুরসভার এই মনীষিদের জন্মদিন যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করে থাকে।