অবতক খবর,৩০ মার্চ,বোদাই : সম্প্রীতি ও সৌহার্দ্যের দাওয়াত – এ ইফতারের পর পবিত্র রমযান মাসের শেষে খুশির ঈদ- উল ফিতর উপলক্ষে রবিবার সকালে বাড়ি বাড়ি সিমুই কিচমিচ চিনি সামগ্রী বিতরণ করল ব্যারাকপুর ২ ব্লকের বোদাই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ রাজা।

ঈদ মোবারক উপলক্ষে বোদাই এলাকায় সুন্দর ভাবে আলোকিত ও সাজানো হয়। ঐক্য এবং সম্প্রীতির বার্তা তুলে এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে পরিবেশ পরিচ্ছন্নতা উপর জোর দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেখ রাজা এদিন। মহম্মদ সেখ হোসেন সহ বোদাই তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ দের সাথে নিয়ে সকল ধর্মের মানুষ কে একত্রিত করে খুশির ইদের আগে সিমুই সামগ্রী বিতরণে এলাকাবাসী খুশি ও আনন্দিত সেখ রাজার মানবিক উদ্যোগে।