অবতক খবর,৩০ মার্চ,মালদা:- আসন্ন ঈদের পূর্বে নিখোঁজ এক গৃহবধু! পুরাতন মালদার মহিষবাথানী বালুয়াটোলা এলাকার ঘটনা। রবিবার সকাল পর্যন্ত না মেলায় এখন হতাশাগ্রস্ত পরিবারবর্গরা। মালদা থানায় দারস্থ পরিবারবর্গ। নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।ঘটনা জানাজানি হতেই শোরগোল এলাকাজুড়ে।
জানা গেছে মহিদুর রহমান নামে এক ব্যক্তি তিনি পেশাগতভাবে টাওয়ারের ঠিকাদারের শ্রমিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। চলতি মাসের বিগত ২৭ তারিখকে তার স্ত্রী সেরিনা বিবি (৪৫) বিকেল থেকেই নিখোঁজ রয়েছেন। দীর্ঘ খোঁজ করার পর না মেলায় অবশেষে মালদা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন তিনি। রবিবার পর্যন্ত না মেলায় হতাশাগ্রস্থ এখনো পরিবারবর্গরা।
মহিদুর বাবু তিনি বলেন, আমার স্ত্রী তিনি মানসিক ভারসাম্যহীন রয়েছেন এর আগেও তিনি বাইরে গিয়েছেন তবে বলে গেছেন এবার তিনি কোথায় গেছেন তা বুঝে উঠতে পারছেন না আমরা খোঁজ করেছি তবে এখনো পর্যন্ত পায়নি। প্রশাসনের কাছে দারস্থ হয়েছি প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করুক এই আবেদনটি রাখছি।