অবতক খবর,২ এপ্রিল :  ঈদের পরের দিনই মানুষের ঢল নামলো হাজারদুয়ারিতে। মঙ্গলবার সকাল থেকেই চার চাকার গাড়ি, ট্রেন বাসে করে মানুষ ভিড় জমায় হাজারদুয়ারি, মতিঝিল সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে। এরমধ্যে মানুষের ঢল ছিল হাজারদুয়ারি এবং মতিঝিলে সবচেয়ে বেশি।

বেশ কিছুক্ষণ ধরে হাজার দুয়ারী রাস্তায় যান জটে চলাচল করাও দুষ্কর হয়ে পড়েছিল। এই যান জট ছাড়াতে প্রশাসনকে প্রচন্ড বেগ পেতে হয়। স্থানীয় ব্যবসাদারদের বক্তব্য এইরকম ভিড় অতীতে ঈদের পরের দিন তারা দেখেননি। ব্যবসা দার থেকে টোটো চালক, টাঙ্গাচালক সবাই তারা খুশি। ঈদের পরের দিন ঐতিহাসিক মুশিদাবাদ শহরে মানুষের এই ভিড়ে ব্যবসা ও তাদের ভালো চলেছে বলে জানা যায়।