অবতক খবর :: ধূপগুড়ি :: ঈদের উৎসব পালনের খরচ বাঁচিয়ে ধূপগুড়ি ব্লকের গাদং ১ নং অঞ্চলের গাদং হুজুরিয়া সিনিয়র মাদ্রাসা মসজিদ কমিটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিল ২০ হাজার ১০০ টাকা।

হামার খবরের সাংবাদিক তথা কলকাতা রামমোহন কলেজের দর্শনের অধ্যাপক জগদা রায়ের হাতে ২০ হাজার ১০০ টাকা তুলে দেওয়ার মধ্য দিয়ে মসজিদ কমিটি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়েছে সেই টাকা।









