অবতক খবর,২০ এপ্রিলঃ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস আজ সাংবাদিক বৈঠক করে আগাম মাহে রমজানের ও পবিত্র ঈদের সকল জেলা বাসি কে প্রীতি ও শুভেচ্ছা জানান এবং সেই সঙ্গে তিনি জানান যে আমাদের প্রিয় সংসদ লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী বরাবরই এই জেলার প্রতি অত্যন্ত অনুভূতিশীল এবং আবেগপ্রবণ।
তিনি প্রতিবছর লক্ষ্য করেন এই জেলা থেকে লাখ লাখ মানুষ এই জেলা থেকে বাইরে রুজি রোজকারের জন্য যান। এই পবিত্র ঈদে বাইরে থেকে সবাই বাড়িতে ফেরেন কিন্তু তিনি লক্ষ্য করেছেন এই ফেরা তাদের কাছে অনেক সময় সুখকর হয় না পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা থাকে না পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থাও থাকে না। এর মধ্যে বেশ কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী এই সুযোগে বেশি পয়সার দাবি করে সেই সব কর্মচারীদের বাড়িতে আনার ক্ষেত্রে।
এইসব কারণে মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যিনি এ মাসেই রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে মুর্শিদাবাদ জেলার এই সমস্যার কথা তুলে ধরেন এবং বাড়তি ট্রেনের জন্য আবেদন জানান। তিনি রেল বোর্ডের চেয়ারম্যানের সাথেও এই ব্যাপারে দিল্লিতে দেখা করেছেন এবং তার ফলশ্রুতি হিসাবে আমরা লক্ষ্য করলাম এই পবিত্র ঈদে মানুষ যাতে বাড়িতে ফিরতে পারে তার জন্য দুটি স্পেশাল ট্রেন যেটা শিয়ালদা থেকে ছাড়বে রাত্রিবেলা এবং সেই সঙ্গে সঙ্গে চার জোড়া ট্রেনে অতিরিক্ত কামরার ব্যবস্থা করা হয়েছে, এই সুখকর সংবাদ টি মুর্শিদাবাদ জেলা বাসিকে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস আজ সাংবাদিক বৈঠক করে জানান।
তিনি সেইসঙ্গে জানান মাননীয় সংসদের এই প্রয়াসে আমরা যেমন আনন্দিত এবং মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য কাজ তিনি করেছেন তাতে আমরাও গর্বিত। জয়ন্ত প্রামানিক বলেন এই পবিত্র ঈদ যাতে সকল মানুষ খুশিতে কাটান তার জন্য প্রত্যেকটি ব্লকে যারা নেতৃত্বে আছেন তাদের কাছে দলীয় নির্দেশ অনেক প্রতিক্রিয়াশীল কিংবা বিভেদপন্থী শক্তি যদি এই ঈদে আনন্দকে বিঘ্নিত করার চেষ্টা করে তার দিকে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস দিয়েছেন।
তিনি আবার স্মরণ করিয়ে দেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন এখানে যেমন আমরা দুর্গ পূজায় সবাই একসঙ্গে পালিত করি। ঠিক সেরকম এই পবিত্র ঈদ আমরা সবাই মিলে আনন্দ করব এই আশা রেখে আবার সকল জেলাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি তার সাংবাদিক বৈঠক শেষ করলেন।