অবতক খবর,১৬ জানুয়ারি: ই ডি দপ্তরে এলেন শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। হাতে ফাইল নিয়ে ই ডি দপ্তরে প্রবেশ করেন তিনি। সূত্রের খবর তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মঙ্গলবার সকালে ই ডি দপ্তরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডি গ্রেপ্তার করেছে শংকর আঢ্যকে। তার নামে একাধিক এফ এফ এম সি কোম্পানির হদিশ পেয়েছে ই ডি। এমনকি তার পরিবারের অন্যান্যদের নামেও এফ এফ এম সি কোম্পানির হদিশ পেয়েছে ই ডি। ইতিমধ্যেই শংকর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ই ডি। সূত্রের খবর এ বিষয়ে শংকর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ই ডি।