অবতক খবর,৯ জানুয়ারি: ইসলামপুর শহরে দীর্ঘদিন ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে বর্তমানে কোন খেলাধুল া হচ্ছিল না। বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল যে, স্টেডিয়ামে খেলাধুলা শুরু করা হোক।
ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের বিবেকানন্দ সভাগৃহে এক মিটিং হয় ।
মহকুমা শাসক প্রিয়া যাদব জানান আগামী মাস থেকে একটি ভলিবল টুর্নামেন্টের মাধ্যম দিয়ে খেলাধুলার সূচনা করা হবে।
অপরদিকে তিনি বলেন, যদি কোন মেনটেনেন্স এর দরকার হয় সেগুলো করা হবে।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন এখনো স্টেডিয়াম কে দেখভাল করবে সেভাবে হস্তান্তর করা হয়নি ।
স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা যায়, যার জন্য ওই স্টেডিয়ামে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হবে আগামী মাসে । এবং মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এটি করা হবে ।সেখানে সবাই উপস্থিত থাকবেন বলে তিনি জানান।