অবতক খবর,১৩ সেপ্টেম্বর: ইসলামপুর শহরের অন্যতম বিগ বাজেটের পুজো দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের তাদের এবছরের থিম নীলকন্ঠ ধাম।

হাতে গোনা আর কয়েকদিন বাকি দুর্গাপূজার তার মধ্যে চূড়ান্ত প্রস্তুতি নিতে ব্যস্ত ক্লাবগুলি। ইসলামপুরের ঐতিহ্যবাহী ক্লাব দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ এ বছর তাদের ৫৯ তম বৎসরের পুজো। প্রতিবছরই তারা চমক রেখে আসছে গত বছর কেদারনাথ মন্দিরের আদোলে প্যান্ডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছিল। এ বছর তাদের থিম গুজরাটের নীলকন্ঠ ধাম এর আদোলে মন্ডপসজ্জা। বরাবরই তাদের মন্ডপ শয্যায় বৈচিত্র থাকে। সন্দীপ বোস ক্লাব সেক্রেটারি জানান এবারও আমরা শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখতে পারব, দূর-দূরান্ত থেকে অনেক দর্শক আসেন তবে তাদের প্রতিমা দেখার ব্যবস্থা থাকবে। তিনি আরো বলেন আমরা সবাই মিলে এখানে পুজো করছি এখানে কোন জাতি ভেদাভেদ নেই ।তিনি বলেন আনুমানিক প্রায় ৩০ লক্ষ টাকা বাজেট আমাদের পুজোর। একজন প্রবীণ সদস্য প্রদীপ কুণ্ডু জানান এ বছরের থিম নীলকন্ঠ মন্দির প্রকৃতির থেকে বিষ নির্গত করো। তবে এ বছরও তারা দর্শক টানবেন তাদের আশা ।ভিড় সামলাতে একাধিক পদক্ষেপও গ্রহণ করা হবে ।ডেকোরেটর সংস্থার মালিক আশরাফ আলী জানান তার বাড়ি নবদ্বীপ মায়াপুরে সেখান থেকেই তিনি প্যান্ডেল করতে এসেছেন। তবে বৃষ্টির জন্য তার কাজে ব্যাহত হচ্ছে । তাই অধিক লেবার লাগাতে হচ্ছে। তিনি আরো বলেন আমার দূর্গা পূজার প্যান্ডেল করতে ভালো লাগে ভালো লাগা থেকেই এই প্যান্ডেলের কাজ করতে আসা।