অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ ইসলামপুর বাস টার্মিনাস মুক্তমঞ্চে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় । বেসরকারি সংস্থা দা ভাইরাস কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম সহ বিশিষ্ট কবি সাংবাদিক শিক্ষক সুশান্ত নন্দী বিশিষ্ট শিক্ষক সন্দীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট কবি নিশিকান্ত সিনা সহ একাকীক গুণী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জালন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর স্বীকৃতিতে পুষ্পার্ঘ্যদান করে আজকের এই দিনটি শুভ সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান কানাইয়া আগরওয়াল। এই সংস্থার অন্যতম সদস্য সুজন পাল বলেন একটি আনন্দের ঘোষণাও বলেন তা ভাইরাস কোচিং সেন্টারের সঙ্গে বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার শংকরদার কোচিং সেন্টার নামে পরিচিত তার সঙ্গে টাইপ করা হয়েছে ।
যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য এই কোচিং সেন্টার খুবই ফলপ্রদ হবে বলে তিনি মনে করেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল বলেন আমাদের সমাজে শিক্ষকের স্থান অনেক উপরে।