অবতক খবর,১৭ জানুয়ারি: ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল অভিযান পালন করা হয়। শুক্রবার ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল জলাতঙ্ক নির্মূল অভিযানের সূচনা করেন। ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল করতে এন্টি রেভিস ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা হয়।

পিউপলস ফর অ্যানিমালস স্বেচ্ছাসেবি সংগঠন ও ইসলামপুর পৌরসভার পরিচালনায় ইসলামপুর শহরের যত্রতত্র ঘুরে বেড়ানো পথ কুকুরদের মধ্যে এন্টি রেভিস ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়াও জনগণের স্বার্থে জলাতঙ্ক নির্মূল করতে বেশ কিছু নির্দেশাবলী সম্বলিত লিফলেট বিলি করা হয়। পাশাপাশি জলাতঙ্ক নির্মূল করতে মাইকে সচেতনতামূলক প্রচার চালানো হয়।