অবতক খবর :: ইসলামপুর :: ২৪ জুন :: শিলিগুড়ি কলকাতা এবং অন্যান্য সিটি পুলিশের মতন এবারে ইসলামপুরের রাস্তায় রয়াল এনফিল্ড ( বুলেট ) মোটরসাইকেল করে ডিউটি করতে দেখা যাবে পুলিশ অধিকারী ও ট্রাফিক পুলিশ অফিসারদের। সাইরেন ও জিপিএস এবং প্রাথমিক চিকিৎসা বক্স সহ অন্যান্য পুলিশি সুবিধা যুক্ত ৫ টি বুলেট আনা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার অধিনে ট্রাফিক বিভাগের জন্য। ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্করের উদ্যোগে ট্রাফিক পুলিশ বিভাগের আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে ইসলামপুর পুলিশ জেলার ট্রাফিক বিভাগের জন্য বুলেট বাইক কেনা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার ৫ টি থানা নিয়ে ইসলামপুর পুলিশ জেলা। কানকি, পাঞ্জিপাড়া ও রামগঞ্জের মতো কিছু গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়ি আছে। ডালখোলা, গোয়ালপোখর, চাকুলিয়া, ইসলামপুর ও চোপড়া এই ৫ থানার বিরাট অংশ দিয়ে গেছে ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক এর পাশাপাশি আছে বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়ক আছে। এই দুই সড়কে নজরদারি বৃদ্ধি করে পথদুর্ঘটনা কমানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগের জন্য এই ৫ টি বুলেট বাইক কেনা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা সুত্রে খবর, এই বুলেট দেওয়া হবে ট্রাফিক ওসিদের হাতে। এই বাইকে রয়েছে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম। পথ দূর্ঘটনায় আহতকে প্রাথমিক চিকিৎসা সুবিধা দিতে পাড়বে ট্রাফিক ওসিরা। ইসলামপুর এসপি সাচার জানিয়েছেন তাও নীলাকাশ জাতীয় সড়ক উপরে পুলিশকর্মী অধিকারীরা এই বাইক দিয়ে নজরদারি চালাতে পারবে। পুলিশ আধিকারিকদের দাবি, বাইক দিয়ে তাদের বিভিন্ন নজরদারি ও পুলিশি কাজ করতে খুবই সুবিধাজনক হবে ।