অবতক খবর,২৮ আগস্টঃ ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা সংকটে ভুগছে, স্কুলেরই প্রধান শিক্ষিকা জগধাত্রী সরকার জানান এখন মোট ১৬ জন শিক্ষিকা রয়েছে তার মধ্যে তিনিও খুব শীঘ্রই অবসর গ্রহণ করবেন ও তার সঙ্গে আরেকজন ও শিক্ষিকা অবসর গ্রহণ করবেন ।তাহলে মোট 14 জন শিক্ষিকা রয়ে যাবে। ও একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হলে ১৩ জন শিক্ষিকা সেই সময় থাকবেন।
শিক্ষিকা সংকটে ভুগছে ইসলামপুরের ঐতিহ্যবাহী স্কুল ইসলামপুর গার্লস হাই স্কুল ।এই স্কুল থেকেই রাজ্যের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী দিয়েছে। তবে প্রধান শিক্ষিকা বলেন প্রাপ্তনীরাই ভরসা। প্রাপ্তনীরা যারা স্কুল থেকে বহুদিন আগে বেরিয়ে গিয়েছেন তারা আবার স্কুলে এসে পটন-পাঠন করাচ্ছেন ছাত্রীদেরকে। তাতে অনেকটাই লাভ হয়েছে। তবে তাদের কোন পারিশ্রমিক দিতে হয় না স্বেচ্ছায় তারা পড়াচ্ছে ।এমনই এক শিক্ষিকা পাপড়ি চক্রবর্তী বলেন স্কুলের এই অবস্থা দেখে তারা ছুটে আসেন। তিনি বলেন প্রায় ১৬-১৭ জন আমরা এই স্কুলের পঠন-পাঠন করাচ্ছি ছাত্রীরা খুব আনন্দ সহকারেই পড়ছে বলে তিনি মনে করছেন তিনি আরো বলেন স্কুলের এই অবস্থা দেখেই তারা ছুটে এসেছেন তিনি ইংরেজি বিষয়ের শিক্ষক শিক্ষিকা। তবে এই স্কুলের হাল কবে ফিরবে কবে শিক্ষিকা আসবে এই প্রশ্নই ।