অবতক খবর :: ইসলামপুর :: ২৫ জুন :: ইসলামপুর ব্লকের রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ দিবস পালন করার পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের অধীনে একটি ব্যতিক্রমী রাস্তার উদ্বোধন করলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার ও বিডিও শতদল দত্ত । বৃহস্পতিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান রত্না সিংহ। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার জানান, “বাংলা থেকে ওই নব নির্মিত রাস্তাটি চলে গেছে বিহার সীমান্তে। রাস্তার প্রস্থ তিন মিটার হওয়ার কথা থাকলেও পঞ্চায়েত থেকে অতিরিক্ত তহবিল বরাদ্দ করে সেটিকে পাঁচ মিটার করা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য।” এই প্রশস্ত পথ দেখে অভিভূত এলাকার বাসিন্দারা পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও। গ্রাম পঞ্চায়েত এলাকায় সচরাচর দেখা যায় না এমন রাস্তা। তাই এই রাস্তা থেকে সেটিকে ব্যতিক্রমী রাস্তা বলেও দাবি করেছেন অনেকেই।


অন্যদিকে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর, গোয়ালপোখর-১ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার পালিত হলো বৃক্ষরোপণ দিবস। বৃষ্টিকে উপেক্ষা করে চরম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পালিত হল এই বিশেষ দিনটি । এলাকার বাসিন্দাদের নিয়ে এই বৃক্ষরোপণ দিবসকে উদযাপন করা হল নানান আঙ্গিকে। এদিন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এর উদ্যোগে এলাকায় প্রচুর গাছ লাগানো হয় এবং সেখানে পঞ্চায়েতের এই কাজে অনেককেই নিযুক্ত করা হয়। গ্রাম প্রধান জানিয়েছেন, “প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বৃক্ষরোপণ প্রয়োজন। এই বিশেষ দিনটি সেই তাৎপর্য বহন করে। বৃক্ষ রোপনের মাধ্যমে এলাকায় সবুজ এর বার্তা ছড়িয়ে দিতে হবে।”

এদিন সাহাপুর-১ গ্রাম পঞ্চায়েতে বৃক্ষরোপণ উৎসবে সামিল হন প্রশাসনের আধিকারিকগণ এবং প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছেবঙ তামাঙ এর হাত দিয়ে শুরু হয় এদিনের এই বিশেষ পর্ব। এরপর একে একে সেখানে এই কর্মসূচিতে অংশ নেন গ্রাম পঞ্চায়েত প্রধান অজয় সিংহ, সদস্য মেরুন নেশা, সহায়ক পতিত পবন বিশ্বাস সহ আরো অনেকেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট ছেবং তামাং জানান, “গাছ অক্সিজেন সরবরাহ করে মানুষকে বাঁচিয়ে রাখে। সেই গাছের কথাই ভাবতে হবে আমাদের।” পঞ্চাশটি গাছ লাগিয়ে এই কর্মসূচির কাজ শুরু করা হয়। এই প্রকল্পের জন্য তিন লক্ষ ছয় হাজার নিরানব্বই টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান তিনি।