অবতক খবর,১৯ মেঃ ইসলামপুরের দাড়িভিটে শহিদ তাপস বর্মণের বাড়িতে মন্দিরে সোনার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়॥ জানা গিয়ে গতকাল রাতে এই চুরির ঘটনা ঘটে॥ তাপস বর্মণের মা মঞ্জু বর্মণ জানিয়েছেন প্রায় ২ লক্ষ টাকার গহনা চুরি হয়েছে। তবে তিনি আরো বলেন সকালে ঘুম থেকে উঠে যখন পুজো করতে যায় তখন দেখেন ঠাকুরের গায়ে গয়না নেই এতে যথেষ্ট হতবাক হয়ে পড়েন এবং সবাইকে ডেকে বলেন তবে মঞ্জু দেবী আরো বলেন তার দাবি এই সোনা গয়না যেন খুঁজে বের করা হয়।

কে এই চুরি করল তারা বুঝতে পারছেন না চুরির ঘটনায় যথেষ্টই হতবাক হয়েছেন পরিবারের সদস্যরা।