অবতক খবর,২৬ জানুয়ারি,ইসলামপুর: সারাদেশের পাশাপাশি ইসলামপুরেও পালিত হলো ৭৬ তম সাধারণতন্ত্র দিবস। ইসলামপুর হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব। জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে অনুষ্ঠানৈর শুভ সূচনা করেন মহকুমা শাসক প্রিয়া যাদব।
এরপর ইসলামপুর পুলিশ জেলার পুলিশের হর্ষ ফায়ারিং করা হয়। এছাড়াও পুলিশের বিভিন্ন বাহিনী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক বিষয়ের ওপর তৈরি করা আকর্ষণীয় ট্যাবলো নিয়ে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ভির লক্ষ্য করা যায়। এছাড়াও সাধারণতন্ত্র দিবসের দিন ইসলামপুর মহকুমা বাসির উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহকুমা শাসক প্রিয়া যাদব।