অবতক খবর,৯ সেপ্টেম্বর: নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত চাদুরিয়া ২গ্রাম পঞ্চায়েত অধীনস্থ দক্ষিণ চাদুরিয়াতে আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ইলেকট্রিক পোলের নিচে দিয়ে ধোঁয়া বের হচ্ছে।
বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি খবর দেয়া হয় বিদ্যুৎ দপ্তরকে। খবর পাওয়ার সাথে সাথেই বিদ্যু দপ্তর কর্মীরা ওই স্থানে আসে। পাশে দুর্গা প্রতিমার একটি প্যান্ডেল হচ্ছিল পোলের গোড়ায় খুঁটি পোতার জন্য গর্ত করা হয়েছিল।
কিছুটা অসাবধানতার কারণে কারণের জন্য নিউটন এবং ফেজ তার টি এক হওয়ার জন্য এরকম ধোঁয়া বেরোতে থাকে।