অবতক খবর,১০ আগস্ট: ইলিশ চিংড়ি উৎসব অনুষ্ঠিত হল হৃদয়পুরে।

বারাসত নবপল্লী কাঠালতলার বাসিন্দা জলি সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার শতাধিক বয়ষ্ক, ভবঘুরে ও পথ শিশুদের ভাত,সরষে ইলিশ,চিংড়ি মাছের মালাইকারি খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

হৃদয়পুর সপ্তর্ষি ভবনে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ছিলেন সমাজসেবী চিকিৎসক ডাঃ বিবর্তন সাহা,,হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়,সৌভিক ঘোষ,সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, জন্মদিন শুধু পরিবারের মধ্যে আবদ্ধ না রেখে জলি সেনগুপ্ত ও তাঁর পরিবার যেভাবে অসহায় মানুষদের ইলিশ ও চিংড়ি মাছ খাওয়ানোর ব্যবস্থা করেছেন তা এককথায় দৃষ্টান্ত।