অবতক খবর :: শিলিগুড়ি :: ৭মে :: করোনায় কাবু গোটা বিশ্ব। প্রতিষেধক এখনও পরীক্ষামূলক পর্যায়ে। চিকিৎসকদের পরামর্শ তাই শারীরিক অনাক্রম্যতা বাড়ানোর জন্য। তা মাথায় রেখেই আজ শিলিগুড়ি পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডের নিরঞ্জন নগর এলাকার ছোট ছোট শিশুদের ইমিউনিটি পাওয়ার বাড়ানোর লক্ষ্যে তাদের হাতে মিল্ক শেক তুলে দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সহযোগিতায় ছিল শিলিগুড়ি রোটারি ক্লাব। আজ সকালে পর্যটনমন্ত্রী নিজের হাতে বাচ্চাদের হাতে মিলক সেক তুলে দেন।
গৌতম দেব জানালেন,” এই লকডাউনের মধ্যেও বাচ্চাদের যাতে ইমিউনিটি বজায় থাকে বিশেষ করে যাদের পরিবার আর্থিকভাবে দুর্বল তাদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেবার দায়িত্ব নিয়েছে আমাদের দল। আমরা তা পালন করছি। “









