অবতক খবর,১১ মার্চ: নৈহাটি সাহেব কোলোনির ইন্দিরা নগরে সদ্যগঠিত হওয়া রামকৃষ্ণ আশ্রম হরিহর ট্রাস্টে হাতে বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে একটি নুতন গ্যাসের ওভেন,সিলিন্ডার সহ সরঞ্জাম তুলে দেওয়া হলো আশ্রমের মহারাজের হাতে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি,সাধারণ সম্পাদক রূপক মিত্র, নৈহাটি মন্ডল দুই বিজেপির সভাপতি শংকর নাথ সহ অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশ্রমের মহারাজ জানান কোনভাবেই গ্যাসের কানেকশন জোগাড় করতে না পেরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করার পর এই গ্যাসের কানেকশন পেয়ে তিনি খুশি বলে তিনি জানান।
তার পাশাপাশি বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জিসহ সাধারণ সম্পাদক রূপক মিত্র জানান মহৎ কাজের বার্তা দিতেই এই গ্যাসেরওভেন ,সিলিন্ডার সহ সরঞ্জাম মহারাজের হাতে তুলে দেওয়া হল।