অবতক খবর :: অনুপ কুমার মন্ডল :: নদীয়া ::    বর্তমান করোনা আবহে মানব সেবার মহান ব্রত নিয়ে যারা প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন যেমন সম্মানীয় ডাক্তারবাবু, নার্স, টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, সাফাইকর্মী, দমকলকর্মী, ও পুলিশকর্মী সকলকেই ইতিমধ্যে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, বগুলা ইউনিটের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

কিন্তু এই মানব সমাজের অন্যতম প্রথম সারির করোনা যোদ্ধা যেমন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিবারাত্র নিরলস পরিশ্রমের মাধ্যমে বর্তমানে এই কঠিন মুহূর্তে সমস্ত তথ্য সকলের সামনে সঠিক সময়ে এবং সঠিকভাবে তুলে ধরছেন সেই সমস্ত করোনা যোদ্ধাদের ১৫ জুন সোমবার বিকালে নদিয়ার রানাঘাট সরকার লজে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, বগুলা ইউনিটের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করে। একইসঙ্গে সহযোগিতায় ছিল রানাঘাট লায়ন্স ক্লাব অফ সেন্ট্রাল।

এদিন প্রায় কুড়ি জন সাংবাদিকদের সম্মাননা জ্ঞাপন করা হয় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা শাখার পক্ষ থেকে।