অবতক খবর,৬ মার্চ: বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সাগরদিঘীর কাবিলপুর তেঘরীপাড়া বিলের ধরে।
স্থানীয় সূত্রে খবর, কাবিলপুর টিকিটিকি পাড়া থেকে ইট বোঝাই করে তেঘরীপাড়া নিয়ে আসছিলো বিলের ধার লাগুয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা ভেঙেগিয়ে ঘটে বিপত্তি, বিলের পাড়ে ইট বোঝাই ট্রাক্টরটি সম্পূর্ণ উল্টে যায়। ঘটনাস্থলে কোনরকম প্রাণে বাঁচেন ট্রাক চালক। বিলের ধারের রাস্তার গাডোয়াল না থাকায় এইরকম বিপত্তি বলে জানান স্থানীয় রা।