অবতক খবর , অভিষেক দাস , মালদা :- পুরাতন মালদার ইটভাটায় ৫ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা এবং শয়তানের ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি নেত্রী তথা রাজ্য বিজেপির কিষান মোর্চা সভানেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী ।
শুক্রবার জেলা বিজেপি কার্যালয় বসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় । তাই দিনের পর দিন শ্রীলতাহানি ধর্ষণের ঘটনা ঘটছে । পুরাতন মালদার পৌরসভার ২নম্বর ওয়ার্ডের জোড়া কালিস্থান ইটভাটার এর একটি নির্জন এলাকায় ৫ নাবালিকাকে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে ।
পুলিশ সব জেনেও দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করছে না । আমাদের দাবি এই কেসের দুষ্কৃতীদের যে সমস্ত তৃণমূল নেতা আশ্রয় দিচ্ছে , তাদেরকেও গ্রেপ্তার করতে হবে । পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে সরকারকে থাকতে হবে।