অবতক খবর,৭ এপ্রিল: ইজরায়েলের পতাকা হাতে অর্জুন সিং এর ছবি ভাইরাল হতেই রাজনৈতিক শোরগোল শুরু,পুলিশের সাথে ধ্বস্তাধস্তি অর্জুনের সমর্থকদের
ইজারায়েলের পতাকা হাতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আর এই ছবি ভাইরাল হতেই জোর শোরগোল রাজনৈতিক মহলে।অর্জুন সিং এর সাফ জবাব বন্ধু দেশ,তাই তার পতাকা হাতে নিয়েছি।হিন্দু দের বন্ধু দেশ,ভারতের বন্ধু দেশ।তাই এই পতাকা হাতে নিয়েছি।
গত কাল রাম নবমী উপলক্ষ্যে সারা রাজ্যের মত ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল। অস্ত্র নিয়ে মিছিল করা মানা থাকলেও এখানে অস্ত্র নিয়ে হয়েছে মিছিল। কিন্তু এদিন এই মিছিলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে অস্ত্রের সাথে সাথে ইজরায়েলের পতাকা ওড়াতে দেখা যায়, বেশ কয়েকজন যুবককেও ওই পতাকা হাতে দেখা যায়। আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক। সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।