অবতক খবর,৮ এপ্রিল,মালদা :- ইউনিট টেস্ট দিয়ে বেড়ানোর পরেই বেধড়ক মার সহপাঠীদের, পরীক্ষার্থীকে কিল ঘুষি লাথি দিয়ে মাঠের মধ্যে ফেলেই পেটালো একই কক্ষের তিন চারজন পরীক্ষার্থী। তাও আবার স্কুল চত্বরের মাঠেই। গুরুতর আহত অবস্থায় পরীক্ষার্থীকে নিয়ে আসল স্কুল কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় রেফার মালদা মেডিকেল কলেজে।
বৈষ্ণবনগর থানা এলাকার কেবিএস হাই স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে গুরুতর আহত ওই ছাত্রের নাম আনোয়ার হোসেন (১৬)। এদিন কেবিএস হাই স্কুলের নবম এবং দশম শ্রেণীর ইংরেজির ইউনিট টেস্ট ছিল ।
পরীক্ষা দিয়ে বেরোনোর পরেই সকল পরীক্ষার্থীই স্কুল থেকে বেরিয়ে যায়। এরপরেই স্কুলের মাঠের মধ্যে আনোয়ারকে মারতে দেখে স্কুলের শিক্ষকদের খবর দেয় অন্যান্য ছাত্রছাত্রীরা। দ্রুত গিয়ে ওই ছাত্রকে উদ্ধার করে স্কুলের শিক্ষকরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ। আনোয়ারের বাড়িতে খবর দেওয়া হলে তার পরিবারের সদস্যরা বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে আসে। কিন্তু আনোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
কেবিএস হাই স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, মারপিট স্কুলের মধ্যে হয়নি। মাঠের মধ্যে হয়েছে। তবে মারপিটের বিষয়টি জানতে পেরে আমরা ওই ছাত্রকে গিয়ে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে কি কারণে সহপাঠীরা আনোয়ারকে মেরেছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে এক নাবালককে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে আটক করেছে।