অবতক খবর,১ মার্চ: ইউনাইটেড ফোরাম ব্যাংক ইউনিয়ন মুর্শিদাবাদ জেলা কমিটির ডাকে আজ শহর বহরমপুর এর টেক্সটাইল কলেজ মোড়ে একটি বিক্ষোভ ও পথসভায় অংশগ্রহণ করলেন এই ব্যাংকের প্রায় ২০০ জন কর্মচারী ও আধিকারিকরা।
আজ আনুমানিক সন্ধ্যা ৭:৩০ নাগাদ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে এই আন্দোলনে সামিল প্রত্যেক ব্যাংক কর্মচারী ও আধিকারিকরা।
কেন্দ্র সরকারের পঞ্চনার দাবিতে তাদের এই আন্দোলন বলেই জানালেন আন্দোলনকারী তপন ভট্টাচার্য।

তিনি আরো বলেন,বর্তমানে ব্যাংকের নিয়োগ বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, যার কারণে বাড়তি কাজের চাপে সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ ব্যাংক কর্মীরা। এর পাশাপাশি সপ্তাহের ৬ দিনের বেশি কাজ করতে হচ্ছে , অবিলম্বে তা বন্ধ করে সপ্তাহে পাঁচ দিন কাজের অনুমতি দেওয়া হোক। এবং বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে এছাড়াও একাধিক আন্দোলন নিয়ে আজ রাজপথে সামিল হন তার।

আগামী ২৪ ও ২৫ ধর্মঘটের ডাক দিয়েছেন দেশজুড়ে। আজ এই আন্দোলনে প্রায় ২০০ ও বেশি ব্যাংক কর্মী ও আধিকারিক উপস্থিত ছিলেন।