অবতক খবর,৩১ আগস্ট,মালদা:- ইংরেজবাজার পৌরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। এই বহুতল আবাসনের নীচে রয়েছে একটি সোনার দোকানের শোরুম। তার ওপরে রয়েছে আবাসিকরা। বহুতলের বেসমেন্টে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা যায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বালুচর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এবং পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী পৌছান। যদিও দমকলের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।