অবতক খবর,১৭ এপ্রিল,মালদা :- ইংরেজবাজারের বিজেপির বিধায়ক তথা দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীর উপস্থিতিতে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে মিছিল।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে অস্ত্র হাতে মিছিল মালদা জেলায়। ইংরেজবাজার শহরের রামকৃষ্ণ পল্লীর পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় ধর্মীয় শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। তলোয়ার, হাসুয়া সহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মিছিলের অংশ নিতে দেখা যায় কয়েকজন যুবককে। ক্যামেরায় ছবি ধরা পড়ে মালদা শহরের সুকান্ত মোড় এলাকায়।
এই বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ অমান্য করে যারা অস্ত্র নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।