অবতক খবর :: কলকাতা :: ১৫ জুন ::   একটানা আড়াই মাস ধরে নিরবচ্ছিন্ন ভাবে ত্রাণকার্য চালাচ্ছে রেড ভলান্টিয়ার্স। ১৩১ নং ওয়ার্ডের মানুষদের জন্য ত্রাণকার্য সংগঠিত করেছে সিপিআইএম প্রভাবিত সংস্থা রেড ভলান্টিয়ার্স। সংস্থার উদ্যোগে ওয়ার্ডে দীর্ঘ এই নিরবচ্ছিন্ন প্রয়াসে প্রায় তিন হাজার প্রান্তিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে চাল,ডাল, আলু, পেঁয়াজ, তেল,লবণ,সাবান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলে জানালেন সংস্থার এক সদস্য।


সংস্থার আরও দাবী, তাদের সংঘটিত কম্যুনিটি কিচেন সেন্টারে আট দিন ধরে প্রতিদিন প্রায় তিনশো’ মানুষ খাদ্য সংগ্রহ করেছেন। এছাড়াও ওয়ার্ডের দুই হাজারেরও বেশী মানুষের মধ্যে মাষ্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সেই সাথে আমফান ঝড় পরবর্তী পর্যায়ে এখনও পর্যন্ত চল্লিশটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রিপল। এভাবে টানা আড়াই মাস ধরে ত্রাণকার্য চালানো খুবই কষ্টসাধ্য বলেই জানালেন নেতা রঞ্জন দাসগুপ্ত। তিনি আরও বলেন, ” এতে আমরা খুশি নই, আগামী দিনে এই উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”