রাজনীতি চলছে। গণতন্ত্র সাবাস! সাবাস!

আাহা! গণতন্ত্র মাইরি
তমাল সাহা

ভারতবর্ষের রাজনীতিতে
ঢেঁকি খেলা চলছে।
এ পতাকা লাগাচ্ছে,
ও পতাকা খুলছে।
লাগানো-খোলা কর্মকান্ডে
মেতেছে দল
বেরিয়ে পড়েছে বাঁশ লাঠি
রোড শো, বাহুবল।

কোথাও চার যাত্রী সওয়ারি
হুটহাট দৌড়ান বাইক বাহিনী।
দেশলাই কেরোসিনে
লিখছে আগুন
পিস্তল,বোমায় লিখছে
রক্তাক্ত কাহিনী।

হাটগাছিতে পড়ে থাকে কায়ুমের লাশ
সুকান্ত চিরশান্ত,তার রক্ত মাখে ঘাস।
প্রদীপের দীপ নিভে যায়
বাতাস ভেঙে পড়ে কান্নায়।

মথুরাপুরে পড়ে থাকে
রাজুর কোপানো শরীর।
আরো পড়বে নিশ্চিত
গণতন্ত্র রক্ত চায়—
কৃষ্ণপক্ষ তিমিরে গভীর।

নিমতায় নির্মল কুন্ডুর
মুণ্ডু ভেদ করে গুলি চলে যায়।
গণতন্ত্রের পুরোহিতরা ধর্মসঙ্গীতে
মেতে ওঠে লোকসভায়।

আমাদের বুদ্ধি একটু দেরিতে খোলে,
ঝোলে লাউ,কদু অম্বলে।
আমরা বেলাশেষে বুঝি রাষ্ট্র মানে—
মিলিটারি টহল, সান্ধ্য আইন জারি।
স্বাধীনতা পেয়েছি তো কবেই আমরা
সঙ্গে আহা! কী গণতন্ত্র মাইরি!