অবতক খবর,২০ ডিসেম্বর: যাত্রীবাহী চলন্ত বাসের পেছনের দুটি চাকা খুলে বড়সড় বিপত্তি। শুক্রবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা। যাত্রীবাহী বাসের পেছনের চাকা খুলে যাওয়াই জাতীয় সড়কের মাঝেই থমকে পারেন বাসটি।

বড়সড় ঝাঁকুনি দিলেও কোন রকমে রক্ষা পেয়েছেন বহুযাত্রী। কারো কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফরাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস। কিন্তু আহিরন ব্রিজ পার করে তখনই ঘটে দুর্ঘটনা। হঠাৎ চলতে চলতেই পেছনের দুটি চাকা বাস থেকে খুলে যায়। আর যা ঘিরেই ব্যাপক আতংক সৃষ্টি হয় আহিরনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ।