গাইতে গাইতে নাচ, নাচতে নাচতে গান
ছেলেটি একতারা গুবগুবি কত যন্ত্র যে বাজান
দেশজ সুর ভেসে যায়
১১ সেপ্টেম্বর জন্ম তাঁর ৭ মার্চ মৃত্যু তাঁর দুর্ঘটনায় দেহখানি পড়েছিল রাস্তায়
আস্ত গানের মানুষ
তমাল সাহা
ছেলেটি নাকি মরে গেছে দুর্ঘটনায়
ছেলেটি হয়তো মরে গেছে
তার গানগুলি জেগে আছে
ছেলেটি নাকি মরে গেছে দুর্ঘটনায়
তার গুবগুবিটি যদিও মাটিতে গড়ায়
সুরগুলি ভেসে আছে
ছেলেটি হয়তো মরে গেছে দুর্ঘটনায়
দেহটি হয়তো নিথর পড়ে আছে রাস্তায়
গানগুলি ভাসতে ভাসতে
অনেক দূর চলে গেছে
ছেলেটি হয়তো মরে গেছে দুর্ঘটনায়
গানগুলি রয়ে গেছে
গায়ক হয়তো মরে যায়
গায়কী এখনও কানে বাজে
গায়কী কোনোদিনও মরেনা
গায়কী বাঁচলেই গায়ক বাঁচে
ওই দেখো গুবগুবি হাতে
ছেলেটি এখনো লোকগানে নাঢে
আসলে ছেলেটি ছিল
একটা আস্ত গানের মানুষ
গাইতো লোকজীবনের গান।
মনের মানুষটির হয়তো হয়েছে প্রয়াণ!
গান তো অবিনাশী,
হৃদয় জুড়ে তার স্নান।
এ মাটি গানের মাটি
ভালোবাসা বিষাদের গভীর আর্তি।
হাসন রাজা ভাওয়াইয়া ভাটিয়ালি
লালন সাঁই শাহ করিম
দোল খায় তার কন্ঠে সুরে।
স্মরণে আসে তারে
চলে যায় নি সে, আছে কাছে-দূরে…