অবতক খবর,২০ ডিসেম্বর: মুখমন্ত্রীর কড়া নির্দেশের পর জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলো উদ্ধার কাজ শুরু হয়েছে।আজকে আসানসোল উত্তরথানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহি ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্ত রের আধিকারিকরা। সঙ্গে ছিলেন আসানসোল উত্তর থানার পুলিশ আধিকারিকরা ।

আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল জানান, ইতিমধ্যে পাঁচটি বুজিয়ে ফেলা জায়গা বা প্লট চিহ্নিত করা হয়েছে।তিনি আরো বলেন,এলাকা থেকে তথ্য সংগ্রহ করে তারা পুরো বিষয়টি উচ্চ আধিকারিকদের জানাবেন।