অবতক খবর,৫ নভেম্বর ,পশ্চিম বর্ধমান,আসানসোলঃআজ আসানসোল সিবিআই আদালতে সায়গলের হয়ে ভিডিও কলে সওয়াল করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা । তিনি বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে আবেদন জানান যেন সায়গলের জামিনের আবেদন করার সময় তাকে আসানসোল সিবিআই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয় । ইতিমধ্যেই সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই । ওদিকে ইডিও নতুন করে সায়গলকে জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় নি । তাই ওখানে রেখে সিবিআই এর মামলা চালানোর কোন মানে হয় না । জামিনের আবেদনের সময় তাই তাকে সশরীরে আসানসোল সিবিআই আদালতে থাকার নির্দেশ দেওয়া হোক । যদিও সিবিআই এর আইনজীবী রাকেশ কুমার এর বিরোধিতা করে বলেন জামিনের আবেদনের শুনানির সময় সায়গলকে সশরীরে উপস্থিত থাকার কোন প্রয়োজন নেই ।
পরবর্তী শুনানি 11 নভেম্বর । সেদিন ভার্চুয়ালি উপস্থিত থাকবেন সায়গল ।