অবতক খবর , বিজু , বর্ধমান :- আসানসোল সিবিআই আদালতে আত্মসমপর্ন করলো গরুপাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক।এদিন কড়া নিরাপত্তার সঙ্গে এনামূলকে আদালতে ঢুকিয়ে দেওয়া হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এনামুল হককে আটক করার পর কোভিড পজেটিভ হয়ে যাওয়ায় বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।

এরপর দুবার কোভিড পজেটিভ আসে এনামূলের। এরপর হাইকোর্ট নির্দেশ দেয় নেগেটিভ হওয়ার ৬ দিনের মাথায় তাকে আত্মসমর্পন করার। সেই মতোএদিন আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পন করেন এনামূল হক।অন্যদিকে গরু পাচার কান্ডে দশদিন জেল হেপাজত শেষ হওয়ার পর এদিন সিবিআই আদালতে তোলা হয় বিএসএফ কম্যানডেন্ট সতীশ কুমারকে।

জানা গিয়েছে এনামুল হককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছেন সিবিআই।
গরুপাচার কান্ডে মুল অভিযুক্ত এনামুল হককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ,আসানসোল সিবিআই আদালতের বিচারক।

অন্যদিকে আরেক অভিযুক্ত বিএসএফের কম্যান্ডেন্ড সতীশ কুমারকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক।