অবতক খবর,৪ এপ্রিল: আসানসোল লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বললেন মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সের কাউন্টার শুভেন্দু অধিকারীর
ঝালদার ঘটনায় সিবিআই তদন্ত হাইকোর্টের নির্দেশে
শুভেন্দু – খুব ভালো। রায়কে স্বাগত।
নবান্ন থেকে ঝালদা আইসি যুক্ত। এই ঘটনায়।

মুখ্যমন্ত্রী বলেছেন রাজস্থান উত্তর প্রদেশ থেকে আসছি গরুর গাড়ি আসাম থেকে কয়লা
শুভেন্দু – অপদার্থ পুলিশ মন্ত্রী। উনি আটকে দিচ্ছেন না কেন ? উত্তর প্রদেশ থেকে গরু আসে গোশালার জন্য. আর যে গরু বাংলাদেশে পাচার হয় তা তলামূল পার্টির তোলাবাজির জন্য।
মুখমন্ত্রীর অভিযোগ মানুষ মেরে বিরোধীরা নবান্ন অভিযান করছে

শুভেন্দু – ভাদু শেখকে কে মেরেছে ? বিরোধীরা মানুষ মারতে যাবে কেন ? ওরা নিজেরা নিজেরাই মারামারি করে মরছ। ভাদু শেখ, আনারুল এরা কারা ? এরা তো সব তৃণমূল। এখানে বিরোধী এলো কোথা থেকে
কেন্দ্র ইডি সিবিআই দিয়ে রাজ্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ।
শুভেন্দু = উনি বিচলিত। কেন্দ্রকে সিআইডি করতে হয়নি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এটি সিবিআই তদন্ত নেমেছে। সাতজন বিধায়কের মুখ বন্ধ করার ব্যবস্থা হচ্ছে।বিরোধী সাত বিধায়ক বিধানসভায় ঢুকতে পারবে না এক বছর ধরে। উত্তর কোরিয়ার শাসককে হার মানবে উনি। বিচার ব্যবস্থাকেই উনি চ্যালেঞ্জ করছেন।