অবতক খবর,১৯ এপ্রল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত “বিধানসভার যাত্রা” নামে যে কর্মসূচি, সেই অনুযায়ী, আজ বেলা ১০টায়
মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের ধান্যখেরুর কালী মন্দিরে পুজো দিয়ে, মা কালীর গলায় মালা পরিয়ে মন্তেশ্বর “বিধানসভার যাত্রা” শুভ সূচনা করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কালী মন্দিরে পুজো দেওয়ার পর তীব্র রৌদ্র উপেক্ষা করে বাজনা সহ রালির মাধ্যমে গোটা ধান্যখেরুর গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে ভোট প্রচারের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলে তাদের দাবিদাবা শুনে , মানুষকে আশ্বস্ত করে বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচার করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।
তারপর মাঝেরগ্রামের একটি হল ঘরে , মধ্যমগ্রাম অঞ্চলের প্রত্যেক বুথে দুই তিন জন কর্মীদের নিয়ে, কর্মীদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ।
সমস্ত কর্মসূচিতে সভাপতি আহমেদ হোসেন শেখ এর সঙ্গে উপস্থিত ছিল, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, কুমারজিত পান, বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন , সহ সভাপতি প্রতিমা সাহা, সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা, সব্যসাচী চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের, ব্লক সভাপতি ইসারুল মন্ডল, মাঝেরগ্রাম অঞ্চলের অঞ্চলের, প্রধান সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান, আরো অনেকে।