অবতক খবর,১৫ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:আগামী বুধবার সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকেও মহরম। তাই আজ সোমবার বিকালে

পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক অফিসের মিটিং হলে মহরম উপলক্ষে শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠভাবে মহরম পালনের জন্য মহরম কমিটির সকল সদস্যবৃন্দকে নিয়ে একটি বৈঠক সভা করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন , মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি ও মন্তেশ্বর ব্লকের বিভিন্ন মহরম উৎসব কমিটি সদস্যরা ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন ।

মুসলিম সম্প্রদায় মানুষের বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে পালন করেন তারা। এই মহরম উৎসবের দিনে কিভাবে পুলিশ প্রশাসন নজর রাখবেন বা তাদেরকে সহযোগিতা করবে যাতে কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় কোন জায়গায় এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকে , পরিবেশের ভারসাম্য বজায় থাকে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। তার সাথে এই উৎসবে সামিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদেরকেও সহযোগিতার হাত বাড়াতে বলেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় আজকের এই বৈঠকে।