অবতক খবর,৫ জানুয়ারি: আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করল আরএসপি।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, জেলা সম্পাদক ভাসান রায়, জেলা কমিটির সদস্য বন্ধন দাশ, জেলা কমিটির সদস্য প্রশান্ত চৌধুরী সহ অন্যান্য কর্মীরা ছিলেন।
ইসলামপুর টাউন লাইব্রেরী হলে আজ এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সর্বভারতীয়
সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন কর্মীদের মধ্যে ভাব আদর্শের চর্চা
ও বর্তমান যে সময় চলছে সেই সময়ে আমরা কোন পথে চলবো সেই বিষয় নিয়ে আলোচনা।
তিনি আজ কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন।
তিনি আরো বলেন বর্তমান বিধানসভায় সাধারণ মানুষের মতে উন্নয়ন হচ্ছে না।
তিনি আরো বলেন বর্তমানে তৃণমূলের মুষল পর্ব চলছে।