অবতক খবর,১ সেপ্টেম্বর,দক্ষিণ ২৪ পরগণা, পাথরপ্রতিমাঃদক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ইন্দ্রপ্রস্থ দুর্গা খালি এলাকায় নদীর জল ঢুকতে শুরু করায় আতঙ্কিত এলাকাবাসী, ইতিমধ্যে বেশ কিছু মাছের পুকুর ভেড়ি প্লাবিত, কিছুক্ষণের মধ্যেই হয়তো ঘর বাড়িতে জল ঢুকবে আশঙ্কায় রয়েছে এলাকাবাসী।

এলাকাবাসীর সূত্রে খবর বর্তমানের পূর্ণিমার ষাঁড়াষাঁড়ি কোটাল চলছে, হঠাৎ করে দেখা যায় দুর্গা খালি এলাকার নদী বাঁধে গর্ত হয়ে এলাকায় জল ঢোকা শুরু করে, খবর দেয়া হয় এরিগেশন এর লোকজনকে, গতকাল কয়েকজন এসে গর্তের মধ্যে মাটি ভর্তি বস্তা খড় দিয়ে বন্ধ করে দেয়।, কথা দিয়ে যায় আজ সকালে আসবে, কিন্তু আজও এলাকায় না আসায় ক্ষোভ উপরে দেয় এলাকাবাসী, দেখা যায় সেই গর্তটি বড় হয়ে এলাকায় জল ডুকছে, তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান প্রভাত কুমার সেনাপতি এলাকা পৌঁছান এবং ইরিগেশন দপ্তরে আধিকারিকদের ফোন করেন, এলাকার মানুষকে তিনি আশ্বস্ত করেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোন আধিকারিক লোকজন সেখানে না পৌঁছানোয় জল ঢুকে এলাকা প্লাবিত হচ্ছে। তবে ভাটা পড়ার সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা নিজের নদীবাঁধ সংস্কারে হাত লাগাবে বলে খবর।