অবতক খবর,২৮ ফেব্রুয়ারী: আলুর মূল্য বৃদ্ধির দাবিতে সারা ভারত কৃষক সমিতির ডাকে সারা পচিমবঙ্গ জুড়ে পথসভা ও পথ অবরোধ কর্মসূচি পালন। বহরমপুর থানার বহরমপুর জলঙ্গি রোডের চুনাখলি নিমতলায় রাজ্য সড়ক অবরোধ।

কৃষকদের মাঠের নতুন ফসল আলু ঘরে তুলতেই সেই আলুর দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। এই আলুর বীজ কিনতে আলু চাষিরা, হিমশিম খাচ্ছিল। কিন্তু যখন ফসল উঠলো তখন তার দাম কৃষকেরা পাচ্ছে না।

বর্তমানে কৃষকদের কাছ থেকে পাইকারি হিসেবে 300 টাকা বস্তা অর্থাৎ 8 টাকা কেজি হিসেবে ব্যবসায়ীরা কিনছেন। তাতে বীজ কেনা থেকে শুরু করে ওষুধ সার এবং ফসল তোলা পর্যন্ত যে খরচ সে খরচের টাকাটুকুও উঠবে না বলে মনে করছেন।

এই সমস্যা সারা পশ্চিমবঙ্গে দেখা দিয়েছে। এই খরচ বহন করতে না পারায় ও ঋণ শোধ করতে না পারার কারণে আলু চাষীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই সমস্যা কে সামনে রেখে আজ সারা রাজ্যব্যাপী সারা ভারত কৃষক সমিতির ডাকে পথ অবরোধ ও পথ অবরোধের ডাক দিয়েছেন। তাদের দাবি গুলির মধ্যে আলুর দাম বৃদ্ধি করতে হবে পাশাপাশি 100 দিনের কাজ সুনিশ্চিত করতে হবে। এই নিয়েই আজ বহরমপুরের চুনাখালি নিমতলার পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়।