অবতক খবর,২৬ নভেম্বর: আলিয়া বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে তৃতীয় বর্ষের ছাত্র আবদুল রহমান(২৪), বৈষ্ণবনগর মালদায় বাড়ি। আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে টেকনোসিটি থানার পুলিশ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ১৮ তলায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ সূত্র মারফত খবর প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি মতবিরোধের কারণেই আত্মঘাতী পড়ুয়া, তবে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।