অবতক খবর,২৮ জানুয়ারি: কুণাল ঘোষ,ফিরহাদ হাকিম,কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের পর এবার মদন মিত্র। আর জি করের নির্যাতিতার পরিবারকে বেলাগাম আক্রমণ। নির্যাতিতার পরিবার মা-বাবা থেকে অন্যায়ের মদতকারীতে পরিণত হয়েছে বলেও দাবি করেন মদন মিত্র।
মদন মিত্র বলেন, “শুনেছি ডাক্তারদের ৪-৫ কোটি উঠেছিল। হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, টাকা চান। সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। আমরা শ্রাদ্ধে পড়েছি, কিছু দিতে পারি না টাকা দিয়ে বলে ওম নমো ওম নমো ব্রাহ্মনায়ো অহং দদানি। ছেড়ে দিল টাকা দিয়ে। এটা কী করছেন আপনি? বাংলায় দাঙ্গা লাগাতে চাইছেন আপনারা?”
তিনি আরও বলেন, “এতদিন আপনারা প্রত্যেক সন্তানের কাছে মা-বাবা ছিলেন। এখন প্রত্যেক সন্তানের কাছে দায়িত্বশীল অন্যায়ে মদতকারী এবং বাস্তবমূল্যের কিছু দাবি জানানোর জন্য, নিজেদের উপকৃত করতে, ক্ষতিপূরণের জন্য চিত্রনাট্য বদলে দিতে চাইছেন।”