অবতক খবর::নদীয়া:: ৭ মে :: করোনর করাল গ্রাসে সমগ্র বিশ্ব। মানুষ আজ দিগভ্রান্ত , তারা আতঙ্কগ্রস্ত। ভবিষ্যৎ নিয়ে সন্দিহান । শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষজন এই বিপদের সময়ে স্বল্প সামর্থ্য নিয়ে এদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের কথায়, আগে মানুষ বাঁচুক –তারপর সাহিত্য-সংস্কৃতি চর্চা হবে। তাঁরা পত্রিকার প্রকাশক কার্যকর্তা।

আপাতত পত্রিকা প্রকাশ বন্ধ রেখে ধরণীকে বাঁচানোর অঙ্গীকারে দুঃস্থ মানুষের মানসিক শক্তি বাড়ানোর কাজে ব্রতী হয়েছেন তাঁরা। সমাজসেবার অদম্য উৎসাহে তাঁরা কয়েকজন মিলে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন আর্ত মানুষের হাতে। পত্রিকার সম্পাদক সঞ্জিত দাস জানালেন, “আশা করি এই বিপন্নতা কেটে যাবে ৷ দুর্ভাগ্যবশতঃ এই অবস্থা যদি চলতে থাকে,এই পত্রিকা আবার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসবে।